পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় অদ্য ৩০/০৪/২০২৫ খ্রি. তারিখে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ-আল-মাহবুব এবং জনাব আয়েশা সিদ্দীকা তাওহীদা এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১০ টি যানবাহন পর্যবেক্ষণ করে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ০২ টি যানবাহনের বিরুদ্ধে ০২ টি মামলা দায়ের পূর্বক মোট ১৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০২ টি হাইড্রোলিক হর্ণ ধ্বংস করা হয়। শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। পরিবেশ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস